National

অমরনাথ মন্দিরে ঘণ্টাধ্বনি-মন্ত্রোচ্চারণ নয়, জানিয়ে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল

Published by
News Desk

অমরনাথের গুহামন্দিরে কোনও ঘণ্টাধ্বনি বাজানো চলবে না। মন্ত্রোচ্চারণও চলবে না। দেওয়া যাবে না জয়ধ্বনিও। মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে অমরনাথ মন্দিরে পৌঁছতে পারবেন না পুণ্যার্থীরা। তাঁদের সেসব জিনিস শেষ চেকপোস্টে রেখে যেতে হবে। একটিই মাত্র লাইন হবে। যা শেষ চেকপোস্ট থেকে গুহামন্দির পর্যন্ত যাবে। অমরনাথ মন্দিরের যে বোর্ড রয়েছে তাদের এগুলি আগামী দিনে নিশ্চিত করার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

পুণ্যার্থীরা যাতে নিশ্চিন্তে সব জিনিস রাখতে পারেন তার জন্য একটি ঘর বানানোরও নির্দেশ বোর্ডকে দিয়েছে ট্রাইব্যুনাল। ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত এই গুহামন্দিরে আসা পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়তে না পারার জন্য এদিন ট্রাইব্যুনালের ভর্ৎসনা মুখে পড়তে হয় অমরনাথ শ্রাইন বোর্ডকে।

Share
Published by
News Desk