ফাইল : অমরনাথের পথে যাত্রীরা, ছবি - আইএএনএস
চারধাম যাত্রা এখন পুরোদমে চলছে। কিছু প্রাকৃতিক দুর্যোগজনিত বাধা বিপত্তি এসেছে। তবে ভক্তরা এই ৪ ধামেই পৌঁছচ্ছেন। এবার চালু হতে চলেছে অমরনাথ যাত্রা। ১২ হাজার ৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত গুহার মধ্যে এক তুষারলিঙ্গ প্রকৃতির আপন নিয়মে সৃষ্টি হয়।
এই শিবলিঙ্গ দর্শন করতে বহু ভক্ত অনেক কষ্ট স্বীকার করে দুর্গম পথ ধরে পৌঁছন সেখানে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত এই গুহা শিবলিঙ্গ দর্শন বছরের মাত্র কয়েকটা দিনই সম্ভব হয়।
প্রতিবছরই জুলাই মাসের শুরুতে শুরু হয়ে অগাস্ট মাসের প্রথম সপ্তাহের পরই শেষ হয় যাত্রা। উত্তর কাশ্মীরের বালতাল এবং দক্ষিণ কাশ্মীরের পহেলগাম থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। ভক্তরা হেঁটে, পালকিতে চেপে বা ছোট ঘোড়ায় চেপে অমরনাথ মন্দিরের উদ্দেশে যাত্রা করেন।
সেই সঙ্গে আরও একটি সুবিধা পাওয়া যাচ্ছিল। হেলিকপ্টারেও ভক্তরা পৌঁছতে পারছিলেন গুহা মন্দিরে তুষারলিঙ্গ দর্শন করতে। সেটা সহজ উপায় হলেও ২০২৫ সালের যাত্রার আগে জম্মু কাশ্মীর সরকারের নির্দেশ মেনে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়ে দিয়েছে এবার যাত্রায় এই হেলিকপ্টার পরিষেবা পাবেন না ভক্তরা।
কারণ এবার অমরনাথ যাত্রায় হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়েছে। ফলে হেঁটে, পালকিতে বা ছোট ঘোড়ায় চড়ে অমরনাথ গুহায় পৌঁছতে হবে ভক্তদের।
সুরক্ষার কথা বিবেচনা করে এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেন। তবে ভক্তরা হেলিকপ্টারের সুবিধা না পেলেও উদ্ধারকাজ, নজরদারি বা চিকিৎসাজনিত কারণে হেলিকপ্টার ব্যবহার হতেই পারে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত এবার অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা