National

সকালে প্রাচীন প্রথা মেনে তারপর শুরু হল অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা যেদিন শুরু হয় সেদিন পালিত হয় এক প্রাচীন প্রথা। যার অন্যথা হয়নি শনিবার। সেই প্রথার মধ্যে দিয়েই শুরু হল আনুষ্ঠানিক অমরনাথ যাত্রা।

Published by
News Desk

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় পাহাড়ের একটি গুহার মধ্যে অবস্থিত অমরনাথ মন্দির। এই গুহা মন্দিরের মাহাত্ম্য নতুন করে কাউকে বোঝানোর অপেক্ষা রাখে না। শনিবার সেই অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল এক প্রাচীন প্রথা মেনে।

জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, শ্রী অমরনাথজি যাত্রা শুরু হয় প্রথম পূজা-র মধ্যে দিয়ে। এই প্রথম পূজাই জানান দেয় এবছরের জন্য অমরনাথ যাত্রা শুরু হয়ে গেল। সেই প্রথম পূজা শনিবার সকালে হয়েছে যাবতীয় প্রথা রীতি মেনেই।

তবে আনুষ্ঠানিকভাবে শনিবার শুরু হলেও ভক্তদের জন্য অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২৯ জুন। যা শেষ হবে প্রথা মেনে রাখি পূর্ণিমার দিন। অর্থাৎ আগামী ১৯ অগাস্ট। ৫২ দিনের এই যাত্রায় ভক্তদের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।

পাহাড়ের উপরে হলেও চারধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির বছরের ৬ মাস ভক্তদের জন্য খোলা থাকে। কিন্তু অমরনাথ গুহা মন্দির মাত্র দেড় মাসের মত খোলা থাকে।

এই সময়ের মধ্যেই ভক্তদের এই শ্বেতশুভ্র স্বয়ম্ভূ লিঙ্গ দর্শন করতে হয়। স্ট্যালাগমাইটের এই লিঙ্গ বছরের এই সময় নিজে থেকেই তৈরি হয়। কেউ হাতে করে এই লিঙ্গ তৈরি করেনা। এ লিঙ্গ যত্ন করে তৈরি করে প্রকৃতির অপার মহিমা।

জুলাই, অগাস্ট মাসেই কেবল অমরনাথ গুহা মন্দিরে ভক্তরা পৌঁছতে পারেন। অতি দুর্গম পথ ধরে অমরনাথ গুহায় পৌঁছতে হয় ভক্তদের।

চারধারে হিমালয়ের নানা পাহাড় ঘেরা এই অমরনাথ পাহাড়ের অতি দুর্গম বিপদসংকুল পথ ধরে গিয়ে অবশেষে দর্শন মেলে এই শিবলিঙ্গের। সিন্ধ উপত্যকার চারধারে হিমবাহ ঘেরা এই গুহা লিঙ্গের টানে অনেক কষ্ট করেই ছুটে আসেন ভক্তেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk