National

এ বছরের জন্য বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা

প্রথমে ঠিক হয়েছিল দেড় মাস নয়, ১৪ দিনের জন্য হবে অমরনাথ যাত্রা। সেই যাত্রা শুরুর দিনেই তাও বাতিল করা হল।

Published by
News Desk

শ্রীনগর : অমরনাথ ধামে যাত্রা প্রতিবছর জুলাইয়ের শুরুতে শুরু হয়। আর শেষ হয় মোটামুটি অগাস্টের মাঝামাঝি। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৪ দিনে নামিয়ে আনা হয়েছিল যাত্রা। তাও একগুচ্ছ নিয়ম মেনে। তবু পুণ্যার্থীদের জন্য ওটুকুও বড় পাওনা ছিল। ১৪ দিনের মধ্যে যে কজন দেখতে পাবেন অমরনাথ লিঙ্গ তাও ভাগ্যের বলে মনে করছিলেন সকলে। কিন্তু সেই ১৪ দিনের জন্য যাত্রাও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।

স্থির হয়েছিল ২১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত হবে অমরনাথ যাত্রা। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দর্শন সেরে এসেছেন। মঙ্গলবার থেকে স্থির হয়েছিল সাধারণ মানুষ মাত্র একটি পথ ধরে যাত্রা করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত করোনার বাড়বাড়ন্তে তাও বাতিল ঘোষণা করা হল। জম্মু কাশ্মীরের রাজভবন থেকে এই বাতিলের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অবশ্য স্পষ্ট করা হয়েছে যে ভক্তদের কথা মাথায় রেখে অমরনাথ ধামের আরতি, পুজোর লাইভ টেলিকাস্ট চালু থাকবে। ফলে চলতি বছরে আমজনতার জন্য অমরনাথ দর্শন অধরাই রয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts