National

বৃষ্টির জন্য কয়েক ঘণ্টা বন্ধ, ফের শুরু অমরনাথ যাত্রা

Published by
News Desk

বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা। বেস ক্যাম্প ছেড়ে পাহাড়ি পথে হাঁটা শুরু করলেন তীর্থযাত্রীরা। গত বুধবার থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। কিন্তু শুক্রবারই হোঁচট খান পুণ্যার্থীরা। প্রবল বৃষ্টির জেরে অমরনাথের বেস ক্যাম্প পহেলগাম ও বালতাল থেকে এগোতে দেওয়া হয়নি তীর্থযাত্রীদের।

প্রবল বৃষ্টির সঙ্গে ছিল তুষারপাতও। ফলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়। যার ওপর দিয়ে তীর্থযাত্রীদের যেতে দিলে যে কোনও মুহুর্তে বড় ধরণের বিপত্তি ঘটতে পারত। উধমপুরের কাছে রাস্তাও বন্ধ হয়ে যায় ধস নেমে। ফলে বন্ধ করে দেওয়া হয় যাত্রা। দ্রুত শুরু হয় রাস্তা মেরামতের কাজ। অগত্যা আকাশের দিকে চেয়ে অপেক্ষা করতে হচ্ছিল তীর্থযাত্রীদের। অবশেষে শুক্রবার দুপুরের দিকে আবহাওয়ার উন্নতি হওয়ায় ফের শুরু হয় অমরনাথ যাত্রা।

Share
Published by
News Desk