National

অমরনাথ যাত্রায় কী এবারের মত ইতি, প্রশ্ন অমরনাথ যাত্রীদের

Published by
News Desk

অমরনাথ লিঙ্গ দর্শনে এবার রেকর্ড ভাঙা ভিড়। গত ১ জুলাই থেকে শুরু হওয়া যাত্রায় ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক পুণ্যার্থী এসেছেন অমরনাথ গুহায়। মাঝে ২ দিন বন্ধ হয়েছিল যাত্রা। খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বন্ধ করে কর্তৃপক্ষ। তার বাইরে টানা পুণ্যার্থীরা হাজির হয়েছেন অমরনাথে। সেই যাত্রা পথেই এদিন মিলল একটি স্নাইপার রাইফেল। মিলেছে একটি ল্যান্ডমাইনও। যা ঘিরে রীতিমত নড়ে চড়ে বসেছে খোদ সেনা।

এমনিতেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু কাশ্মীরে বড়সড় হানার ছক কষছে পাকিস্তান। এমন একটা খবর রয়েছে। এই অবস্থায় অমরনাথ যাত্রাপথে রাইফেল ও ল্যান্ডমাইন মেলায় আর কোনও ঝুঁকি নিতে চাইছে না জম্মু কাশ্মীর সরকার। সরকারে তরফ থেকে যত দ্রুত সম্ভব পুণ্যার্থীদের যাত্রা যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থামিয়ে ফেরত আসার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত এলাকা ছাড়তেও বলা হয়েছে তাঁদের।

জম্মু কাশ্মীর সরকার ও সেনার কাছে গোয়েন্দা খবর রয়েছে যে পাকিস্তান অমরনাথ যাত্রায় বড়সড় হামলা চালাতে পারে। সেজন্যই দ্রুত পুণ্যার্থীদের ফেরার কথা জানানো হচ্ছে। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পুণ্যার্থীদের যাত্রা কাটছাঁট করে ফেরাই নয়, একদম বাড়ি ফেরার কথা বলেছে সরকার। এবার অমরনাথ যাত্রা ১৫ অগাস্ট পর্যন্ত চলার কথা। কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সরকার ও সেনা আর পুণ্যার্থীদের অমরনাথ যাত্রার ছাড়পত্র দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করছেন পুণ্যার্থীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts