State

১৯-০-এ জয়, ভাটপাড়া পুরসভাও পুনর্দখল করল তৃণমূল

Published by
News Desk

লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংয়ের জয়ের পর একের পর এক পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের। আশপাশের কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া পেয়ে যায় বিজেপি। তৃণমূল কাউন্সিলররাই বিজেপিতে যোগ দেন। ফলে সংখ্যা গরিষ্ঠতা হারায় তৃণমূল। পুরসভাও হাতছাড়া হয়। যদিও সেসব পুরসভা বিজেপি দখলে রাখতে পারে কম সময়। হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটি একে একে ফের পুনর্দখল করতে থাকে তৃণমূল। এবার অর্জুন সিংয়ের খাসতালুক হিসাবে পরিচিত ভাটপাড়া পুরসভাই দখলে নিল ঘাসফুল। যদিও এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

ভাটপাড়ার যেসব তৃণমূল কাউন্সিলর বিজেপিতে গিয়েছিলেন তাঁরা অনেকে ফের তৃণমূলে ফিরে আসাতেই ভাটপাড়া হারাতে হল বিজেপিতে। এদিন ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটের ভোটাভুটিতে ৩৫ আসনের ভাটপাড়া পুরসভা ১৯-০ ভোটে জেতে তৃণমূল। কোনও বিজেপি কাউন্সিলরই এদিন ভোটাভুটিতে অংশ নেননি। বিজেপির দাবি যেভাবে এদিন ভোটাভুটি হয়েছে তা সম্পূর্ণ অবৈধ।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এদিন জয়ের পর খুশি। এদিন ভাটপাড়ায় তৃণমূল নেতা কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তাঁদের পাল্টা দাবি সবকিছু পুর আইন মেনেই হয়েছে। সব মিলিয়ে রাজ্যের পুরসভা ভোটের আগে হাতে থাকা সব পুরসভাই হারাল বিজেপি। এমনকি অর্জুন সিংও তাঁর খাসতালুক ধরে রাখতে সমর্থ হলেন না।

Share
Published by
News Desk

Recent Posts