Kolkata

নোট বাতিলের বিরুদ্ধে বুধবার তৃণমূলের মিছিল

Published by
News Desk

নোট বাতিল ইস্যুতে নিজের অবস্থান থেকে একচুলও নড়বেন না তিনি। একথা পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন, পুরানো নোট এখনই বাতিল ঘোষণা না করে আপাতত তা বাজারে চলতে দেওয়া হোক। নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন যে তিনি চালিয়ে যাবেন তা পরিস্কার করে দেওয়ার পর আগামী বুধবার নোট বাতিলের প্রতিবাদে কলকাতায় একটি মিছিল করতে চলেছে তৃণমূল। বেলা ১টায় মিছিল শুরু হবে। মিছিল যাবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত।

সূত্রের খবর, নোট বাতিল বিরোধী মিছিলে পা মেলাতে পারেন মুখ্যমন্ত্রী নিজে। এছাড়া মিছিলে থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আগামী ২৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। আগামী শুক্রবার প্রতিবাদ মিছিল হবে ব্লকে ব্লকে। এদিকে কলকাতায় মিছিলের জেরে বুধবার মধ্য ও উত্তর কলকাতার একটা বড় অংশ সেই সময়ের জন্য অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শহরবাসী।

Share
Published by
News Desk

Recent Posts