State

বিজেপির সভাস্থলে তৃণমূলের ‘পবিত্র যাত্রা’

Published by
News Desk

কোচবিহারের ঝিঙাইডাঙার মাঠ থেকেই বিজেপির প্রথম রথযাত্রা শুরুর কথা ছিল গত শুক্রবার। যা আদালতের নির্দেশে স্থগিত হয়। অন্যদিকে তৃণমূল আগেই ঘোষণা করেছিল যেখান যেখান দিয়ে বিজেপি রথযাত্রা করবে সেখান সেখান দিয়েই তারা পরদিন পবিত্র যাত্রা করবে। বিজেপির রথযাত্রার পর ওই রাস্তা ও এলাকাকে তারা ফের ‘পবিত্র’ করবে। এদিন সেই পবিত্র যাত্রাই হল ঝিঙাইডাঙার মাঠে। কিন্তু রথযাত্রা তো হয়নি! তবে কেন পবিত্র যাত্রা? স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এখানে বিজেপির সভা তো হয়েছে। তাই এই এলাকায় পবিত্র যাত্রা করছেন তাঁরা।

শনিবার সকালে বহু মহিলা হাতে গঙ্গাজল, আমপাতা, ঝাঁটা, শাঁখ ইত্যাদি নিয়ে মাঠে হাজির হন। তারপর গোটা মাঠ ও তার আশপাশে আমপাতা দিয়ে ছড়িয়ে দেওয়া হয় গঙ্গাজল। আর এর মধ্যে দিয়েই শেষ হয় তাঁদের পবিত্র যাত্রা।

Share
Published by
News Desk