Kolkata

শনি রাজ্যের সব প্রান্তে, রবিবার কলকাতায় তৃণমূলের ধিক্কার দিবস

Published by
News Desk

অসমে নাগরিক পঞ্জি ইস্যুকে সামনে রেখে আগে থেকেই প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহের শনি ও রবিবার রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছিল তারা। ব্লকে ব্লকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। মিছিল হয়েছিল। এই সপ্তাহেও তৃণমূল অসমের নাগরিক পঞ্জি নিয়ে ধিক্কার দিবসের ডাক দিল। শুক্রবার এ কথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পার্থবাবু জানান, আগামী শনিবার কলকাতা ছাড়া বাকি রাজ্যের সব প্রান্তে ধিক্কার দিবস পালন করবে তৃণমূল। কালো ব্যাচ পড়ে প্রতিবাদ সভা হবে। কালো পতাকা লাগানো হবে। শনিবার রাজ্য জুড়ে এই ধিক্কার দিবস পালনের পর আগামী রবিবার তা পালিত হবে কলকাতায়। কলকাতা জুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূলের তরফে ধিক্কার দিবস পালিত হবে।

Share
Published by
News Desk

Recent Posts