Kolkata

ভিজেই ভাষণ দিলেন তৃণমূল নেতারা

Published by
News Desk

২১শে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে কিন্তু ভেজা সকালেও রঙের বাহার। কেউ সেজেছেন তৃণমূলের রঙে। কারও জামাটাই তৃণমূলের পতাকা। কেউ এসেছেন ঢাক, ডোল নিয়ে। মাঝেমধ্যেই বেজে উঠছে সেই ঢাক। কারও হাতে শঙ্খ। এদিন সাঁওতালি পোশাকে নাচও করতে দেখা গেল কয়েকজন মহিলাকে। অনেকে আবার গাড়ি সাজিয়েছেন দেখবার মতন। এদিন রাস্তা ধরে অনেক চোখ ধাঁধানো সাজে গাড়ি যেতে দেখা গেছে ধর্মতলার দিকে। সব মিলিয়ে একটা উৎসবের আমেজ। এবার বলে নয়, প্রতি বছরই এই দিনে তৃণমূলের স্মরণসভা ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ে।

এদিন ঘড়ির কাঁটা ১১টা পার করার পরই কিন্তু মঞ্চ জুড়ে একের পর এক হাজির হয়েছেন তৃণমূল নেতারা। প্রবল বৃষ্টিতে ভিজে বক্তব্য রেখেছেন। ফলে বাড়তি উৎসাহ পেয়েছেন দলের কর্মী সমর্থকরা।

Share
Published by
News Desk

Recent Posts