National

সংসদের সামনে তৃণমূলের ধর্না

Published by
News Desk

সংসদ চলাকালীন একের পর এক ইস্যুতে সংসদের ভিতরে যেমন সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। তেমনই সংসদের বাইরে সংসদ শুরু সময়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা। ইস্যু বদলালেও আন্দোলনের ধরণটা এক। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে মুখর হতে দেখা গেছে সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের।

সোমবার তাঁরা সংসদের সামনে ধর্না দিলেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে। তাঁদের দাবি, এয়ার ইন্ডিয়া দেশে গর্ব। সেই সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে না। ধর্নায় অংশ নেন তৃণমূলের প্রায় সব সাংসদই।

(ছবি – সৌজন্যে – ফেসবুক – এআইটিসি অফিসিয়াল)

Share
Published by
News Desk