National

আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার প্রতিবাদে ধর্নায় তৃণমূল

Published by
News Desk

গত সোমবার সংসদের বাইরে তৃণমূল সাংসদরা ধর্না দিয়েছিলেন ভোটে ইভিএম তুলে দিয়ে ফের ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিতে। মঙ্গলবারও তাঁরা সকালে সংসদের সামনে ধর্নায় অংশ নিলেন। তবে বদলে গেল ইস্যু। মঙ্গলবার তৃণমূল সাংসদরা আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক না করার দাবিতে ধর্নায় অংশ নেন।

তাঁদের যুক্তি আধার সংক্রান্ত তথ্য একেবারই সুরক্ষিত নয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরে আধার সংযুক্তিরণ বাধ্যতামূলক করা কখনই উচিত নয়। এই দাবিতে এদিন সোচ্চার হন তৃণমূল সাংসদরা। এদিনও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজেদের দাবি কেন্দ্রের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। দাবির সপক্ষে সমস্বরে স্লোগানও দেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

Share
Published by
News Desk