State

অর্জুন দাপটে ঝরল মুকুল, নোয়াপাড়ায় তৃণমূলের বড় জয়

Published by
News Desk

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর এলাকা লাগোয়া নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে তাঁর দিক থেকে ভোটে ভেল্কি আশা করেছিলেন বিজেপির একাংশ। আশায় ছিলেন নিশ্চয়ই মুকুল ম্যাজিক কিছু ঘটবে। অন্যদিকে নোয়াপাড়া থেকে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে আনতে বদ্ধপরিকর ছিলেন অর্জুন সিং। সবমিলিয়ে টানটান লড়াইয়ের জন্য মুখিয়ে ছিলেন সবাই। কিন্তু এদিন গণনা শুরু হতেই ট্রেন্ড পরিস্কার হয়ে যায়। তরতরিয়ে বাড়তে থাকে ব্যবধান। এগোতে থাকেন তৃণমূল প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠ সুনীল সিং। শেষ পর্যন্ত ৬৩ হাজারের বেশি ভোটে দুরন্ত জয় পেল তৃণমূল। সবুজ আবিরে ঢাকা পড়ল রাজপথ। হাঁফ ছেড়ে বাঁচলেন অর্জুন সিং।

নোয়াপাড়ায় ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মঞ্জু বসুর নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু পরে জ্যোতিপ্রিয় মল্লিকের মধ্যস্থতার পর মঞ্জু বসু বেঁকে বসেন। ফলে বেকায়দায় পড়ে যান মুকুল রায়। অবশেষে সেখানে প্রার্থী বদল করতে বাধ্য হয় বিজেপি। মঞ্জু বসুর পিছুহাঁটার ফলে আদপে মুকুল রায়ের তুরুপের তাস কেড়ে নেয় তৃণমূল। সেইসঙ্গে অর্জুন সিংয়ের হুংকার, তিনি তৃণমূলকে জেতাবেনই। সেই প্রেস্টিজ ফাইটে কিন্তু অবশেষে মুখ পুড় মুকুল রায়েরই। শুধু বাইরে বা এলাকায় নয়, খোদ বিজেপিতেও।

এই কেন্দ্র কিন্তু ২০১৬ সালে তৃণমূল ঝড়েও দখল করেছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। জিতেছিলেন মধুসূদন ঘোষ। তাও আবার কাকে হারিয়ে? সেই মঞ্জু বসুকে। যিনি তার আগে দুবার ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। মাত্র ২ বছরের ব্যবধানে এদিন ভোটগণনার পর সেই কংগ্রেসের এদিন জামানত জব্দ হল। দ্বিতীয় স্থান পেল বিজেপি।

Share
Published by
News Desk

Recent Posts