Kolkata

কলকাতা সহ রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Published by
News Desk

ঘড়ির কাঁটায় ১টা বাজার অপেক্ষা। বৃষ্টিভেজা কলকাতায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান প্রতিবাদ মিছিলে। রাজ্যের বিভিন্ন কোণায় নেতৃত্বে ছিলেন বিভিন্ন নেতা। তাঁদের প্রধান অভিযোগ বিজেপি রাজ্যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। উস্কানিমূলক আচরণ করছে। পাহাড় শান্ত হলেও সেখানে গিয়ে উস্কানি দিয়ে পাহাড়কে ফের অশান্ত করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে এদিন পথে নামেন তাঁরা।

ধর্মতলার মিছিল বার হয় কলকাতা পুরসভা থেকে। ছিলেন মূলত আইএনটিটিইউসি-র কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গড়িয়াহাটে একটি মিছিল বার হয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে। ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যও। মিছিল গড়িয়াহাট থেকে গোলপার্ক হয়ে ফের গড়িয়াহাটে ফিরে আসে। হাজরা রোডে মিছিলের নেতৃত্বে ছিলেন দেবাশিস কুমার, মালা রায় ও ইন্দ্রনীল সেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। মিছিল বার হয় বেহালা, শ্যামবাজারেও। বেহালা থেকে বার হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

শুধু কলকাতা বলেই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন মিছিল বার করে তৃণমূল। বিজেপির উস্কানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্বে দেন স্থানীয় নেতারা। সাধারণ মানুষকে বিজেপির উস্কানি সম্বন্ধে অবগত করাই এদিনের প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

Share
Published by
News Desk

Recent Posts