Kolkata

দলে মুকুল রায়ের গুরুত্ব আরও কমল

Published by
News Desk

ক্রমশ দলে গুরুত্বহীন হয়ে পড়ছেন মুকুল রায়। তৃণমূল সূত্রে খবর, দলের বিভিন্ন পদের যে নতুন তালিকা তৈরি হয়েছে তাতে সর্বভারতীয় সহ-সভাপতি পদটিই নেই। যে পদে এতদিন ছিলেন মুকুল রায়। কিছুদিন আগেই মুকুল রায়কে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে তাঁকে কেবল পঞ্জাবের দায়িত্বে রেখেছে তৃণমূল।

এদিন তাঁর সর্বভারতীয় সহ-সভাপতি পদটিও গেল। যদিও দৃশ্যতই কোণঠাসা হয়ে পড়া মুকুল রায় এসব মানতে নারাজ। প্রকাশ্যেই তিনি জানিয়েছেন, এমন অনেক দলেই হয়ে থাকে। এটা নতুন কিছু নয়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে মুকুল রায় বৈঠক করেছেন বলে যে খবর ছড়িয়েছে, তার জেরেই তাঁকে দলে এভাবে কোণঠাসা হয়ে পড়তে হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts