Kolkata

তৃণমূলে ইন্দ্রাণী!

Published by
News Desk

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ১৩ পার্বণ থেকে গোয়েন্দা গিন্নি, তাঁর দীর্ঘ অভিনয় জীবনের দৌলতে বাংলা বড় ও ছোটো পর্দায় একাধারে পরিচিত মুখ ইন্দ্রাণী হালদার। সেই ইন্দ্রাণী এদিন হলুদ শাড়িতে হাজির হয়েছিলেন ২১-এর মঞ্চে। সেখানেই আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

তৃণমূল কংগ্রেসে চিত্র তারকা থেকে ছোট পর্দার তারকাদের কমতি নেই। সেই তালিকায় নবতম সং‌যোজন ইন্দ্রাণী। প্রতি বছরের মত এবছরও বিশিষ্টদের ভিড়ে ঠাসা ছিল ২১-এর মঞ্চ। সাংসদ তথা নায়ক দেব থেকে মিমি চক্রবর্তী, সায়ন্তিকা থেকে হিরণ, সোহম থেকে ভরত কল, ছিলেন ছোট পর্দার অনেকে। ছিলেন ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন কবীর সুমন, নচিকেতা, ইন্দ্রনীল সেনরাও। এদিন মঞ্চ থেকে স্লোগান বা জাতীয় সংগীতের সময় ইন্দ্রাণী হালদারকে ডেকে নেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share
Published by
News Desk