Kolkata

কংগ্রেস ছেড়ে তৃণমূলে শঙ্কর-অরিন্দম

Published by
News Desk

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শঙ্কর সিং ও কংগ্রেসের ‌যুবনেতা অরিন্দম ভট্টাচার্য। ফলে বিধানসভায় ফের ২ বিধায়ক হারাল কংগ্রেস। এদিন ২ কংগ্রেস নেতার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে উদ্বুদ্ধ হয়েই তাঁদের তৃণমূলে যোগদান বলে জানান দুই কংগ্রেস নেতা।

এদিন দুজনকে তৃণমূলে গ্রহণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষই ঝরে পড়েছে কংগ্রেসের বিরুদ্ধে। অভিষেকের দাবি, কংগ্রেসের বিধানসভায় ৪৪টা আসন থেকে নেমে ৩৬টা হয়েছে। আগামী দিনে তা আরও নামবে। আরও কংগ্রেস নেতা বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়। পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

পার্থবাবু এদিন ঠাট্টার ছলেই বলেন মান্নানবাবু কবে তৃণমূলে আসছেন? এদিকে শঙ্কর সিং বা অরিন্দম ভট্টাচা‌র্যের মত নেতার তৃণমূলে যোগদান নদিয়ায় কংগ্রেসের পায়ের তলার মাটি আরও নরম করল সন্দেহ নেই।

Share
Published by
News Desk