State

বিরোধীশূন্য ডোমকল, ২১-এ ২১ তৃণমূল

Published by
News Desk

গণনার দিন জেতার পরে গণনাকেন্দ্রের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সদ্য জেতা ২ বিরোধী কাউন্সিলর। ফলে ২১ আসনের ডোমকল পুরসভায় ২০-১-এ বোর্ড গঠন নিশ্চিত করে তৃণমূল। কিন্তু তখনও ১ জন কাউন্সিলর ছিল বিরোধীদের মুখরক্ষা করতে। ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিল্লাল শেখ। কিন্তু সেই শেষ বিরোধী আসনটিও আর রইল না। মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিল্লাল শেখও। এদিন জেলা তৃণমূল কা‌র্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। বিল্লাল শেখের দাবি এলাকার মানুষের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিল্লাল শেখ তৃণমূলে নাম লেখানোর পর ডোমকল পুরসভা বিরোধীশূন্য হয়ে গেল। ২১ আসনের পুরসভার ২১টি আসনই তৃণমূলের দখলে।

 

Share
Published by
News Desk