Kolkata

মিড ডে মিলে আধার, প্রতিবাদে পথে মহিলা তৃণমূল কংগ্রেস

Published by
News Desk

মিড ডে মিলে খাবার পেতে এবার সব বাচ্চার আধার কার্ড বাধ্যতামূলক। কেন্দ্রের এই ঘোষণা শোনার পর থেকেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রতিবাদ আছড়ে পড়ল কলকাতা রাজপথে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেস এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বার করে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলে যোগ দেন বহু মহিলা তৃণমূল কর্মী সমর্থক। দুপুর ২টো নাগাদ শুরু হয়ে মিছিল এগোয় এস এন ব্যানার্জী রোড ধরে রানি রাসমণি রোডের দিকে। কর্মসূচীমত রাসমণি রোডে মিছিল শেষ হওয়ার পর সেখানে সংক্ষিপ্ত ভাষণ দেন চন্দ্রিমা ভট্টাচার্য। মিড ডে মিলে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে যে তৃণমূল বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে তার আভাস এদিনই দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk