National

প্রধানমন্ত্রীর বাসভবন অভিযান, দিল্লিতে আটক তৃণমূল সাংসদরা

Published by
News Desk

দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে এদিন দিল্লিতেও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। পূর্ব কর্মসূচি মেনে বুধবার দিল্লিতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদীয় দলের বৈঠক করেন। সেখানেই স্থির হয় তাঁরা সুদীপের গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন। সেইমত প্রথমে গাড়িতে রওনা দেন তাঁরা। পরে গাড়ি আর এগোতে না দিতে হেঁটেই প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। সেখানে তাঁদের পথ আটকায় পুলিশ। স্লোগান দিতে দিতে জোর করে এগোনোর চেষ্টা করলে তৃণমূল সাংসদদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে তৃণমূল সাংসদদের আটক করে একটি বাসে তুলে নিয়ে যাওয়া হয় তুঘলক রোড থানায়।

 

Share
Published by
News Desk