Kolkata

নোট বাতিলের প্রতিবাদে বিধানসভা থেকে আরবিআই মিছিল

Published by
News Desk

বিধানসভা থেকে রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত মিছিল করলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। বুধবারই কলকাতায় পা রেখেছেন আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল। গভর্নর পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় পা রাখলেন তিনি। আরবিআই গভর্নরের এই আগমনকে সামনে রেখেই নোট বাতিলের প্রতিবাদে এদিন কলকাতার পথে নামলেন তৃণমূল মন্ত্রী বিধায়কেরা। এদিন বিধানসভার প্রথমার্ধ শেষ হওয়ার পর বিধানসভা থেকে মিছিল করে আরবিআইয়ের দিকে হাঁটা শুরু করেন তাঁরা। সামনের সারিতে ছিলেন মহিলা বিধায়কেরা। রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত মিছিল করে গিয়ে সেখানে প্রতীকী ধর্নায় সামিল হন তাঁরা। আমজনতার কাছে টাকার যোগান ঠিকভাবে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে সোচ্চার হন তাঁরা। আগামী বৃহস্পতিবারও একইভাবে মিছিল হবে বলে তৃণমূল সূত্রের খবর। এছাড়া শুক্রবার পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

 

Share
Published by
News Desk

Recent Posts