State

মোদীকে ‘হিটলার’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

বুধবার ছিল কলকাতায়। আর বৃহস্পতিবার সেই আন্দোলনের ঝড় ছড়িয়ে পড়ল জেলায় জেলায়। নোট বাতিলের প্রতিবাদে পথে নামল তৃণমূল। এদিন রাজ্যের বিভিন্ন জেলায় নোট বাতিলের প্রতিবাদে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে কোথাও ছিলেন স্থানীয় বিধায়ক তো কোথাও স্থানীয় পঞ্চায়েত সদস্য। তবে মিছিল হয়েছে সর্বত্র। এমনকি ডানলপেও এদিন বিশাল মিছিল করে তৃণমূল। তৈরি হয় যানজট। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

এদিকে এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানিয়ে দেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts