Kolkata

বুধবারই ইঙ্গিত মিলেছিল, বৃহস্পতিতে মিলেও গেল, তৃণমূলে ফিরলেন সব্যসাচী

গত বুধবারই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন আর এক প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবারই সেই ইঙ্গিত মিলে গেল।

Published by
News Desk

বিধানসভা ভোটে তৃণমূলের ঝোড়ো জয়ের পর ঘাসফুল ছেড়ে যে নেতারা পদ্মফুলে যোগ দিয়েছিলেন তাঁদের অনেকের গলায় ফেরার ইচ্ছে প্রকাশ পেতে থাকে। অবশেষে কয়েকজন ফিরেও আসেন পুরনো দলে। সেই তালিকা বৃহস্পতিবার আরও দীর্ঘ হল।

তৃণমূলে প্রত্যাবর্তন করলেন আরও এক নেতা। গত বুধবারই তিনি লখিমপুর খেরির ঘটনায় প্রকাশ্যে বিজেপির তুমুল সমালোচনা করেন। তখনই রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়ে যায় তাহলে কি এটা ঘর ওয়াপসি-র ইঙ্গিত!

বেশি সময় এই সাসপেন্স বজায় রইল না। বিজেপির সমালোচনা করার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার বিধানসভায় তাঁকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে ফেরান ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়।

২ বছর পর এদিন ফের পুরনো দল তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত। রাজারহাট, গোপালপুর ও বিধাননগরের দাপুটে নাম সব্যসাচী দত্ত ২০১৯ সালে পুজোর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

তার মোটামুটি ২ বছর পর তিনি ফিরলেন তৃণমূলে। ঠিক সেই পুজোর আগেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে দাঁড়ালেও পরাজিত হন।

পুরনো দল তৃণমূলে ফিরে সব্যসাচী জানান, তিনি এখন যে জায়গায় রয়েছেন তা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দলের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। এখন তিনি ফিরে এসেছেন। এখন নতুন করে ফের তাঁর রাজনৈতিক জীবন শুরু করবেন তিনি। সব্যসাচী দত্তের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা অবশ্যই রাজ্য বিজেপির জন্য একটা বড় ধাক্কা।

Share
Published by
News Desk

Recent Posts