National

রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ সম্বোধন করে বহিষ্কৃত কংগ্রেস নেতা

Published by
News Desk

এতদিন বিরোধীরা ঠাট্টা করে তাঁকে ‘পাপ্পু’ বা বাচ্চা ছেলে বলে সম্বোধন করত। চাপে রাখার সেই কৌশল কংগ্রেস বা স্বয়ং রাহুল গান্ধী কোনও দিন গায়ে মাখেননি। কিন্তু এবার খোদ কংগ্রেসের এক নেতার এমন সম্বোধনকে ভাল চোখে নিলনা দল।

একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ সম্বোধন করে কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন মেরঠের বর্ষীয়ান কংগ্রেস নেতা বিনয় প্রধান। মান্দসৌরে কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার সমর্থনে বলতে গিয়ে রাহুল গান্ধীকে বারবার পাপ্পু বলে সম্বোধন করতে দেখা গেছে ওই হোটাসঅ্যাপ গ্রুপে। তা নজরে আসতেই বিনয় প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাঁকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস।

যদিও বিনয় প্রধানের দাবি তাঁর হোটাসঅ্যাপ মেসেজকে ফটোশপের মাধ্যমে বিকৃত করা হয়েছে। তাঁর ক্ষোভ, তাঁকে কোনও কিছু ব্যাখ্যা করতে দেওয়ার সুযোগ না দিয়েই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

Share
Published by
News Desk