Entertainment

অলকা ইয়াগনিকের জীবনের গোপন রহস্য জানালেন মেয়ে

Published by
News Desk

ভারতীয় সঙ্গীত জগতের সর্বকালের অন্যতম সেরা গায়িকাদের মধ্যে অলকা ইয়াগনিক অন্যতম। তাঁর সুনাম বিশ্বজোড়া। সেই অলকা ইয়াগনিকের কিছু গোপন কথা ফাঁস করে দিলেন তাঁর মেয়ে সায়েশা। দেশের প্রথমসারির একটি চ্যানেলের একটি গানের রিয়েলিটি শো-তে এসে সায়েশা মায়ের গোপন কথা ফাঁস করে দেন মায়ের সামনেই। কারণ ওই অনুষ্ঠানের অন্যতম বিচারক অলকা।

সায়েশা জানান, তাঁর মা ভীষণই ঘুম কাতুরে। পারলে সারাদিনটাই ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন। সময় পেলেই ঘুমোতে ভালবাসেন। অলকা ইয়াগনিক যে এতটা ঘুমোতে ভালবাসেন তা অনেকেই জানতেন না। সায়েশা এও জানান যে তাঁর মা হলেন তাঁর সবচেয়ে ভাল বন্ধু। মায়েরা অনেক সময় মেয়েদের কাছের বন্ধু হয়ে থাকেন। কিন্তু বাড়িতে তাঁর এবং তাঁর মায়ের অভিভাবক হলেন তাঁর ঠাকুমা। অলকা এবং তাঁর মেয়েকে এখনও শাসন করে সামলান ঠাকুমাই। এমনকি ২ জনে কোথাও বার হতে গেলেও এখনও ঠাকুমার কাছ থেকে অনুমতি নেন।

সায়েশা আরও বলেন, অনেক উৎসবের সময় অনেক গায়ক গায়িকা শো পান। তাঁরা সেখানে গান গাইতেও যান। কিন্তু অলকা ইয়াগনিক শো-তে যান না। বরং সেই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। কোনও উৎসবে তাই মাকে সবসময় সঙ্গে পান সায়েশা। তাঁর কাছে তাঁর মা হলেন গোটা পৃথিবী। তাঁর সব অনুভূতির বন্ধু। সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Alka Yagnik

Recent Posts