গরম কমা দূরে থাক বরং বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গরমের পারদ ৩৫ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা। ফলে গরমের হাত থেকে আপাতত রেহাই পাচ্ছেন না শহরবাসী।
এদিকে এরমধ্যেই চলছে ভোটপ্রচার, দেওয়াল লিখন। ভোট বড় বালাই। তাই গরম উপেক্ষা করেই প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চলছে গরম উপেক্ষা করেই কর্মীদের দেওয়াল লিখন।