Kolkata

দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

একেই এবার দুর্গাপুজো করোনা বিধ্বস্ত। ফলে উৎসবের মেজাজটাই উধাও হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে।

Published by
News Desk

কলকাতা : গত সপ্তাহে একটি অতি গভীর নিম্নচাপের জেরে কার্যত বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। এখনও সেই পরিস্থিতি থেকে রেহাই মেলেনি। তখনই আবহাওয়া দফতর জানিয়েছিল ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সেই নিম্নচাপটি এবার বঙ্গোপসাগরে তৈরি হয়ে এগোচ্ছে স্থলভাগের দিকে।

প্রথমে সেটিও অন্ধ্র উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করা হলেও পরে তা কিছুটা সরে এসে এখন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ঢুকছে স্থলভাগে। তারপর সেটি ক্রমশ সরে বাংলাদেশের দিকে চলে যাবে।

এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে বেশি। ফলে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। তবে রেহাই পাবেনা দক্ষিণবঙ্গ। সর্বত্রই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। এদিকে বৃহস্পতিবার দুর্গাপুজোর মহাষষ্ঠী। পুজো শুরু।

এবার দুর্গাপুজো অনেকটাই ম্লান। করোনার কোপে পড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দটাই যে কোথায় উধাও হয়ে গেছে। কয়েকটি বাদ দিলে সর্বত্রই ছোট করে প্যান্ডেল করে হচ্ছে পুজো।

পুজোটা বন্ধ না করে তা চালিয়ে যাওয়াই এখন বারোয়ারি উদ্যোক্তাদের একমাত্র উদ্দেশ্য। ফলে ছোট করে পুজোটা সম্পূর্ণ করা। পুজোর নিয়মে যেন খামতি না থাকে সেটা দেখাই এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তবু পুজো তো পুজোই। মনের মধ্যে যে ঢাক বাজছে তাকে তো করোনা দমিয়ে দিতে পারেনি। মনের মধ্যে যে উৎসবের আনন্দটুকু থাকে তা তো বেঁচে আছে। কিন্তু যে কোনও উৎসবে আবহাওয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

হতে পারে এবার অনেকেই রাস্তায় বার হবেন না সেভাবে। কিন্তু আবহাওয়া ঝলমলে থাকলে মনের আনন্দটা তবু বেঁচে থাকে। কিন্তু ষষ্ঠী থেকে নিম্নচাপের এই বৃষ্টি সেই আনন্দটুকুও কেড়ে নিতে পারে। কারণ আবহাওয়া দফতর শুক্র ও শনিবার ভাল বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়।

Share
Published by
News Desk