Kolkata

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আবহাওয়া দফতরের পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস।

Published by
News Desk

কলকাতা : এতদিন উত্তরবঙ্গ ভাসছিল। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল। তিস্তা সহ বিভিন্ন নদী ফুঁসতে শুরু করেছিল। তিস্তায় জারি হয়েছিল হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ে ধস নামছিল প্রবল বৃষ্টির কারণে। কিন্তু দক্ষিণবঙ্গে তখন বৃষ্টিই ছিলনা। ছিল ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল হতে হচ্ছিল মানুষকে। অবশেষে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি নেমেছে। খুব ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আকাশ থাকছে প্রধানত মেঘলা।

হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী ২ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী না হলেও বৃষ্টি হবে এবং বাড়বে বলেই পূর্বাভাস। যা রবিবারই টের পেয়েছেন কলকাতার মানুষজন। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে আগামী ২ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আনলক পর্বে শহর কলকাতা এখন যথেষ্ট সচল। করোনা বাড়লেও নির্দিষ্ট নিয়ম মেনে মানুষ কাজে নেমে পড়েছেন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। ফলে ওইদিন বৃষ্টি খুব বেশি হলে মুশকিল বলেই মনে করছেন শহরবাসী। এমনিতেই যানবাহন এখনও সহজলভ্য অবস্থায় আসেনি। তারমধ্যে বৃষ্টি পরিস্থিতি আরও ঘোরাল করতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা।

Share
Published by
News Desk