Kolkata

এ সপ্তাহে ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

আম্ফান ধ্বংসলীলা চালিয়ে চলে গেছে গত বুধবার। এ সপ্তাহে ফের ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হল রাজ্যে।

Published by
News Desk

কলকাতা : আম্ফান চলে গেছে। কিন্তু তার ধ্বংসের ছবি এখনও চারিদিকে ছড়িয়ে আছে। এদিকে আম্ফানের পর রাজ্যে এ সপ্তাহে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে এই সম্ভাবনা রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। সেইসঙ্গে হবে বৃষ্টি। এমনই পূর্বাভাস।

পূর্বাভাস বুধবার থেকে হলেও সোমবার সকাল থেকেই কলকাতা সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় আকাশ অধিকাংশ সময় মেঘে ঢাকা থেকেছে। সঙ্গে মাঝেমধ্যেই ছিল ঝোড়ো হাওয়ার দাপট। মাঝেমধ্যে রোদ উঠলেও মেঘের কারণে আগুনে গরমটা ছিলনা। যদিও ভারতের একটা বড় অংশ এখন আগুনে গরমে পুড়ছে। সেখানে তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে আগামী ৫ দিনে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহ বা অতি প্রবল তাপপ্রবাহ হতে পারে। অনেক জায়গায় পারদ পৌঁছে যাবে ৪৭ ডিগ্রিতে। এছাড়া করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রেও তরতর করে চড়ছে পারদ। সেই জায়গায় এ রাজ্যের অবস্থা বরং অনেকটা ভাল। আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জন্য রয়েছে পূর্বাভাস।

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বা বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে। ফলে রাজ্যে তাপমাত্রা বাড়লেও তা খুব বেশি বাড়ার সুযোগ পাবেনা। এদিকে মে প্রায় শেষ হতে চলল। আর ২ সপ্তাহের মধ্যেই কেরালায় বর্ষা প্রবেশ করার কথা।

Share
Published by
News Desk