Kolkata

শ্রাবণের মাঝে গিয়ে বর্ষার অনুভূতি, ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Published by
News Desk

আগামী ২ দিন শুক্র ও শনিবার গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই হাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি নামবে। সেকথা মিলেছে। বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ আশপাশে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় এদিন মাঝেমধ্যেই বৃষ্টি নেমেছে। বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সন্ধেতেও। ফলে ক্রমে ভ্যাপসা, প্রাণান্তকর গরমটা কিছুটা হলেও গেছে।

হাওয়া অফিস জানিয়েছে শুক্র ও শনিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতায় বৃষ্টি হবে মাঝারি। ভারী বৃষ্টি পাবে উপকূলীয় এলাকা। ফলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। তাঁদের সমুদ্র থেকে ফিরে আসতেও বলা হয়েছে। এদিকে বৃষ্টি না পাওয়া মাটি বৃষ্টিতে ভিজছে, এতে যেমন শহরবাসী স্বস্তি পেয়েছেন, তেমনই স্বস্তি পেয়েছেন কৃষকরা। কারণ যেভাবে দক্ষিণবঙ্গে শ্রাবণের মাঝে এসেও বর্ষার দেখা মিলছিল না তাতে মাথায় হাত পড়েছিল তাঁদের।

বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দুপুর থেকেই বৃষ্টি হয়েছে। কোথাও ঝেঁপে বৃষ্টি হয়েছে তো কোথাও কিছুটা কম। তবে বৃষ্টি হয়েছে। রাস্তা ভিজেছে। এতদিন ধরে উত্তরবঙ্গ ভেসে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখাই ছিলনা। সেই অবস্থা বদলে তবু কিছুটা বৃষ্টির দেখা মিলেছে। মানুষ চাইছেন এই পরিস্থিতি বজায় থাকুক। সেইসঙ্গে মাটির তলার জল নিয়েও চিন্তা বাড়ছিল। বৃষ্টি কিছুটা হলে সেক্ষেত্রেও কিছুটা রেহাই হবে।

Share
Published by
News Desk

Recent Posts