Kolkata

পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস, কপালে ভাঁজ উদ্যোক্তা থেকে আমজনতার

Published by
News Desk

পুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ পুরু হয়েছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। রাজ্য থেকে বর্ষা খাতায় কলমে বিদায় নিয়েছে। এখন বৃষ্টি মানে হয় স্থানীয় মেঘ জমে বৃষ্টি অথবা নিম্নচাপের বৃষ্টি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই নিম্নচাপই ঘনীভূত হতে শুরু করেছে। যা পরিস্থিতি তাতে তা ২ দিনের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভূমির দিকে অগ্রসর হওয়া শুরু করবে।

ওড়িশা উপকূলের দিকেই তার গতিপথ হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যার জেরে ওড়িশা তো বটেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও দক্ষিণবঙ্গের ওপর প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। দক্ষিণবঙ্গে আগামী ১০ তারিখ থেকেই বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। বৃষ্টি স্থায়ী হবে চতুর্থী অথবা পঞ্চমী পর্যন্ত। আর তাই যদি হয় তবে পুজোর মুখে কিন্তু শারদোৎসবের ব্যস্ততা প্রবল সমস্যার মুখে পড়বে। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢলও নামবে কম। পুজো শুরুর আগেই অনেক প্যান্ডেল কম বেশি ভিজে ক্ষতিগ্রস্ত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া আরও কঠিন করবে পরিস্থিতি।

মহালয়া মানেই এখন কলকাতায় পুজো শুরু। বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধন হতে শুরু করে। মানুষ কার্যত দ্বিতীয়া, তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে পড়েন। এই অবস্থায় বৃষ্টির ভ্রূকুটি কিন্তু উৎসবের আনন্দে কিছুটা হলেও অশনি সংকেত হয়ে দেখা দিল।

Share
Published by
News Desk