State

উত্তরে বাড়বে বৃষ্টি, কমবে দক্ষিণে

Published by
News Desk

দক্ষিণবঙ্গে ক্রমশ কমে আসবে বৃষ্টি। আর উত্তরবঙ্গে ক্রমশ বাড়বে বর্ষণের প্রকোপ। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস। যারমধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। অন্যদিকে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে মনে করছে হাওয়া অফিস।

এদিকে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। তবে তার গতিপথ এখনও পরিস্কার নয় বলেই জানিয়েছিল হাওয়া অফিস। রবিবারে পরই তার গতিবিধি পরিস্কার হবে। সেই নিম্নচাপ যদি রাজ্যের অভিমুখে ধেয়ে আসে তবে কিন্তু ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

Share