Kolkata

সরছে নিম্নচাপ, মঙ্গলে বৃষ্টি কমার ইঙ্গিত

Published by
News Desk

ক্রমশ ওড়িশার দিকে সরে যাচ্ছে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ৩ দিন ধরে চলা বৃষ্টিতে ইতি পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। ওদিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার আগে অবশ্য রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর রাতে কার্যত নাগাড়ে বৃষ্টি হয়েছে। যা সোমবার সকাল পর্যন্ত বজায় ছিল। সকালের দিকে একবার রোদের দেখা মিললেও তা কালো মেঘে ঢেকে যেতে সময় নেয়নি। বেলা বাড়লে বৃষ্টি বন্ধ হয়। তবে মেঘলা আকাশ বজায় ছিল।

আবহবিদদের মতে, ওড়িশার দিকে নিম্নচাপ সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতায় হওয়া নাগাড়ে বৃষ্টিতে অনেক এলাকায় জল জমে যায়। যার জেরে সকালে সমস্যায় পড়েন সেখানকার বাসিন্দারা। বাইপাসের ওপরও অনেক জায়গা জলে ভরে যায়। যদিও বিকেলের মধ্যে অনেক জায়গা থেকেই জল নেমে গেছে।

Share
Published by
News Desk