Kolkata

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরে

Published by
News Desk

দক্ষিণবঙ্গে এখন মাঝেমাঝে কয়েক পশলা বৃষ্টি হলেও মূলত ঝলমল করছে রোদ। একটানা বৃষ্টির পর রোদটা মন্দ লাগছে না অনেকের। আগামী কয়েকদিন এমনই রোদ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হবে। তবে প্রধানত আকাশ পরিস্কার থাকবে। ফলে তাপমাত্রাও বাড়বে। অস্বস্তিও বাড়বে। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট। রোদও থাকবে। ফলে গরম ও ঘাম দুই অস্বস্তির কারণ হবে।

অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বৃষ্টির তেজ বাড়তেও পারে। ফলে উত্তরবঙ্গ ভিজলেও সামনের কদিনে দক্ষিণবঙ্গের বৃষ্টিভেজার আশঙ্কা অনেকটা কম। বরং অস্বস্তিই হবে সঙ্গী।

Share
Published by
News Desk