Kolkata

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস

Published by
News Desk

বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখাই বর্ষাকে টেনে ঢুকিয়ে এনেছে পশ্চিমবঙ্গে। একদম সময়েই বর্ষা হাজির হতে পেরেছে এখানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গত শনিবার ও রবিবার বৃষ্টিও হয়েছে। শুধু কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভাল বৃষ্টি হয়েছে সপ্তাহান্তে। সপ্তাহ শেষের ছুটির মধ্যে বৃষ্টি অবশ্যই মন ভাল করে দেয়। কিন্তু কাজের দিনে দিনভর বৃষ্টি কাজকর্ম পণ্ড করে। রাস্তাঘাটেও সমস্যার সৃষ্টি করে।

সোম ও মঙ্গলবার আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে তাই এখন কপালে ভাঁজ পড়েছে আমজনতার। কারণ সোমবার থেকে ফের শুরু একটা নতুন সপ্তাহ। শুরু কাজ। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। ফলে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর কাজের দিন ভারী বৃষ্টি যে শহর অচল করতে পারে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

Share
Published by
News Desk