Categories: Kolkata

সন্ধেয় বৃষ্টির পূর্বাভাস, অপেক্ষায় শহরবাসী

Published by
News Desk

শনিবাসরীয় সন্ধ্যায় কলকাতা জুড়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। কোথাও তার ঘনত্ব বেশি তো কোথাও কম। এদিন কলকাতার সকাল কেটেছে মেঘলা মুখেই। কয়েক জায়গায় নামমাত্র বৃষ্টির ছিটেও ঝরেছে। তবে বেলা বাড়লে শহরে রোদের দেখা মেলে। চলে রোদ ছায়ার লুকোচুরি। ফলে উইকএন্ডে একটা দুর্দান্ত বৃষ্টির আশা জেগেছিল সকাল থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর তা আরও জোড়াল হল। শুক্রবার রাতভরই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। মেঘ করে আছে গোটা উত্তরবঙ্গেই। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়ার দাপট। কালো মেঘের চেহারা বলে দিচ্ছে যে কোনও মুহুর্তে বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। উত্তরবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। ফলে মনোরম সপ্তাহান্ত কাটানোর অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের মানুষ।

Share
Published by
News Desk

Recent Posts