Kolkata

সরস্বতী পুজোয় ঠান্ডা কি বাড়বে, বৃষ্টি কি হবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাগদেবীর আরাধনায় মেতে উঠতে তৈরি বাংলা। এখন ঠান্ডা কমলেও সরস্বতী পুজোয় কি ফের ঠান্ডা বাড়বে? বৃষ্টি হতে পারে কি? পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

স্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা তো বটেই, বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। বিক্রি হচ্ছে সরস্বতী প্রতিমা। শিল্প সংস্কৃতির বাংলায় সরস্বতী আরাধনার আবেগ আর উৎসাহে এতটুকু ভাটা পড়েনি এখনও। সরস্বতী পুজো তার নিজস্ব জাঁকজমক আর ঐতিহ্য মেনেই হয়ে চলেছে।

এবার সরস্বতী পুজোর আগেই পারদ চড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদও। কিন্তু কথায় বলে মাঘে শীতের কামড় ভয়ংকর হয়। সেটা কি সরস্বতী পুজোর দিনে থাবা বসাতে পারে?

এবার তিথি মেনে সরস্বতী পুজো একটু আগেভাগেই। তাই মাঘের প্রথমার্ধে বাগদেবীর বন্দনায় শীতের কামড় থাকবে কিনা তা অনেকেই জানতে চান।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ৭ দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদে তেমন কোনও ফারাক হবেনা। ফলে সরস্বতী পুজোর দিন বরং বেশ চড়া রোদই থাকতে চলেছে এখনকার মত। অন্তত বর্তমান পূর্বাভাস তাই বলছে।

বৃষ্টির পূর্বাভাস একেবারেই নেই। বরং শুকনো আবহাওয়া বিরাজ করবে বাগদেবীর আরাধনার দিন। খুব একটা ঠান্ডা নেই। বৃষ্টি নেই। এমন এক আবহাওয়ায় সরস্বতী পুজো হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে এখন পারদ যেখানে দাঁড়িয়ে আছে আগামী ৭ দিনে সেখানেই থাকবে বলে পূর্বাভাস। ফলে সেখানেও সরস্বতী পুজোর মেজাজে ঠান্ডা বা বৃষ্টি কিছুই বাধ সাধবে না।

সরস্বতী পুজোর পরদিন অনেক সময় বৃষ্টি হয়ে থাকে। এমনটা অনেক মানুষের বিশ্বাস। কারণ ওইদিন শীতল ষষ্ঠী। কিন্তু এবার ওইদিনও বৃষ্টির কোনও পূর্বাভাস বাংলার বুকে নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *