বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা, ঠান্ডা কেমন থাকবে
বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর কতটা প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়তে চলেছে। ঠান্ডা কমবে নাকি বাড়বে। পাওয়া গেল পূর্বাভাস।
বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল আগেই। এবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে ঢুকতে চলেছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা এই গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে কি বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে? এ প্রশ্ন অনেকের মনে জাগছে।
যদিও আবহবিদেরা জানাচ্ছেন, বাংলার ওপর এর প্রভাব পড়বে না। নিম্নচাপটি শ্রীলঙ্কায় বৃষ্টি হয়ে ঝরবে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে। তবে খুব ভারী বৃষ্টি নয়। তামিলনাড়ুর কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ রাজ্যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটির কোনও প্রভাব পড়বে না। আবহাওয়া দফতর জানাচ্ছে, যা পরিস্থিতি তাতে দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে পারদ পরিবর্তনের তেমন কোনও অবকাশ নেই।
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি নিচেই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২ ডিগ্রির মত নিচেই থাকবে। ফলে আগামী ৭ দিনে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
এটা মুখে মুখে ঘোরে যে বাংলায় শীতের টানা ব্যাটিংয়ের স্থায়িত্ব মকরসংক্রান্তি পর্যন্তই। আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত তাই এই ঠান্ডা বিরাজ করাটাই স্বাভাবিক।
উত্তরবঙ্গের আবহাওয়াও একই থাকবে আগামী ৭ দিন। তবে উত্তরে হিমালয় লাগোয়া জেলাগুলিতে মাঝারি কুয়াশা থাকবে। রাজ্য জুড়েই আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। ফলে মকরসংক্রান্তিটা ঠান্ডার মেজাজে মুড়েই কেটে যেতে চলেছে বঙ্গবাসীর বলে মনে করা হচ্ছে।













