State

এই ঠান্ডা আর কতদিন, পূর্বাভাস দিল হাওয়া অফিস

ঠান্ডায় কার্যত কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা। দক্ষিণবঙ্গে এমন দীর্ঘস্থায়ী ঠান্ডা বড় একটা দেখা যায়না। এই ঠান্ডা আর কতদিন চলবে, পূর্বাভাস পাওয়া গেল।

চলতি শীতের মরসুমে ঠান্ডার ব্যাটিং স্পেলের ধাক্কায় জবুথবু বাংলা। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলা বা পশ্চিমাঞ্চলের জেলাগুলি ঠান্ডার সময় কনকনে ঠান্ডার সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষ এমন দীর্ঘমেয়াদী ঠান্ডার সঙ্গে পরিচিত নন। শহর কলকাতাতেই ঠান্ডা ১০-এর ঘরে নেমেছে।

লাগোয়া দমদমেই পারদ কখনও ৯ ডিগ্রি তো কখনও ৮ ডিগ্রির ঘর ছুঁয়েছে। ১ দিন বা ২ দিন নয়, টানা এই ঠান্ডার কামড় চলছে। যা সাধারণ মানুষকে লেপ কম্বলের তলায় জবুথবু করে রেখেছে।

কলকাতা শহরে ভর দুপুরেও পুরোহাতা জ্যাকেট, সোয়েটারে মুড়ে, মাথায় টুপি, গলায় মাফলার জড়িয়ে ঘুরছেন মানুষজন। সন্ধে নামার পর রাস্তায় মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সকলেই ঘরের কোণায় আশ্রয় নিচ্ছেন।

এখন যে ঠান্ডার পরিস্থিতি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও ২ দিন পর্যন্ত তা বজায় থাকবে। তারপরে ২ দিন একটু বাড়তে পারে পারদ। খুব বেশি হলে তা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরে আবার সেই পারদ ৩ দিন পর্যন্ত একই থাকবে। ফলে রবিবার থেকে একটু হলেও পারদ চড়বে বলে মনে করছেন আবহবিদেরা।

উত্তরবঙ্গের আবহাওয়ায় কিন্তু আগামী ৫ দিনে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিনের মধ্যে বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। বৃষ্টি না হলেও একটা কুয়াশার চাদর থাকবে বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *