সরস্বতী পুজোর আগে ব্যস্ত শিল্পী, ছবি - আইএএনএস
এবার সরস্বতী পুজো ২ দিনের। রবিবার পঞ্চমী তিথি পড়ছে দুপুর ১২টার পর। থাকছে সোমবার সকাল ১০টা পর্যন্ত। ফলে অনেকে রবিবার যেমন পুজো করছেন, অনেকে আবার সোমবার। ক্যালেন্ডার অনুযায়ী এবার সরস্বতী পুজো সোমবার। কেননা ওইদিন সূর্যোদয় পাওয়া যাচ্ছে।
এদিকে বাঙালি ছাত্রজীবনে সরস্বতী পুজোর আলাদাই আকর্ষণ। স্কুলে স্কুলে পুজো। প্রসাদ, ভোগ খাওয়া। একে অন্যের স্কুলে প্রতিমা দর্শনে যাওয়ার পরম্পরা আজও অব্যাহত।
বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলেই বিখ্যাত সরস্বতী পুজো। এবার সেই পুজোর আনন্দ কিছুটা মাটি করতে পারে আবহাওয়া। শনিবারও কলকাতা ছিল মেঘ, কুয়াশায় ঢাকা। রবিবার ও সোমবারও কি তাই থাকবে? এটাই এখন সকলের প্রশ্ন।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, ২ বর্ধমান, ২ মেদিনীপুর কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। পারদ কিন্তু কমার সম্ভাবনা তেমন নেই।
রবিবারও এই গরম ভাবটা বজায় থাকবে। সোমবার থেকে কিন্তু পারদ পতন হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার থেকে ফের পারদ নামবে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হলেও কিন্তু শীত ফিরছে না। কারণ সর্বনিম্ন পারদ এখন ২১-২২ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। যদি ৩ ডিগ্রিও নামে তাহলেও তা ১৮ থেকে ১৯ ডিগ্রিতে পৌঁছবে। তাতে ঠান্ডা ফিরছে না। তবে সোমবার যাঁরা পুজোর কথা ভাবছেন তাঁরা তুলনায় ঠান্ডা পাবেন।
দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু পারদ যেখানে রয়েছে সেখানেই আগামী ৫ দিন বজায় থাকবে। কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।