State

জানুয়ারির শেষেই শীত উধাও, আবার কবে ফিরবে শীত, পূর্বাভাস কি বলছে

জানুয়ারি এখনও শেষ হয়নি। তার আগেই শীতের পরশ উধাও। সকাল থেকে বরং কুয়াশার দাপট। তবে কি এবারের মত শীত বিদায় নিল?

Published by
News Desk

জানুয়ারি মাস এখনও শেষ হয়নি। মাঘ মাসের মধ্যভাগে রয়েছে ক্যালেন্ডার। এ সময় বাংলায় শীত উধাও হয়ে যায়না। শীতের লুকোচুরি চলে। কিন্তু এবার তার লেশমাত্র দেখা যাচ্ছেনা। বরং গরম বেড়েই চলেছে। শীত জানুয়ারির শেষেই উধাও হয়েছে। কেন এমন অবস্থা?

আবহবিদরা জানাচ্ছেন, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাই বাংলায় শীতের পথে বাধা হয়ে উঠেছে। তার সঙ্গে ঘূর্ণাবর্ত আর এক কারণ। যার জেরে উত্তর পশ্চিম থেকে শীতের ঠান্ডা হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারছেনা।

শীতের অনুভূতিও ক্রমে বিদায় নিচ্ছে। ফেব্রুয়ারিতেও একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। ফলে শীত যে ফেব্রুয়ারিতেও ফিরবে এমনটা নয়। বরং শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমী ঝঞ্ঝা।

যা হয়তো এবার আর শীতকে ফিরতেই দেবেনা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই খাতায় কলমে বসন্ত প্রবেশ করবে বাংলায়। ফলে তারপর আর শীতের সম্ভাবনা থাকবেনা। এই অবস্থায় এবার আর শীত আদৌ ফিরবে কিনা তা নিয়ে কার্যত সন্দেহে আছেন আবহবিদেরাও।

বৃহস্পতিবার এক লাফে কলকাতার সর্বনিম্ন পারদ পৌঁছে গেছে ২১ ডিগ্রিতে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ দিন আরও বাড়বে রাজ্যের সব জেলার পারদ।

তারপর সেই অবস্থায় বিচরণ করবে তাপমাত্রা। ফলে শীতের সম্ভাবনা আগামী বেশ কয়েকদিনে তো একেবারেই নেই। তবে কুয়াশার দাপট থাকবে কিছু জেলায়।

Share
Published by
News Desk