Kolkata

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ডিসেম্বরেও নাছোড় বৃষ্টির পূর্বাভাস

Published by
News Desk

ফের বৃষ্টির সম্ভাবনা। সবে একটু শীত পড়তে শুরু করেছিল। মানুষ আশা করছিলেন শহরে পারদ ডিসেম্বরের শুরুতে বুঝি একটু কমবে। শীতের পোশাক গায়ে চড়িয়ে, মিঠে রোদ গায়ে মেখে এই কটা দিন একটু মন ভাল করা দিন কাটাবেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি! বঙ্গোপসাগরের ওপর ফের জন্ম নিয়েছে একটি নিম্নচাপ। যার জেরে এই সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার দুপুরের পরই শহরের আকাশে পাতলা মেঘের আস্তরণ নজর কেড়েছে। দীর্ঘ বৃষ্টির পর সবে ডেঙ্গি আতঙ্ক থেকে একটু একটু করে বেরিয়ে আসতে শুরু করেছিলেন রাজ্যবাসী। শর্ত ছিল একটাই, বৃষ্টি না হয়ে ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ অনেকটাই কমে যাবে। কিন্তু ডিসেম্বরেও নাছোড় বৃষ্টির চোখরাঙানি সেই ডেঙ্গি সম্ভাবনা ফের বাড়িয়ে দিতে চলেছে।

Share
Published by
News Desk