শীতের কলকাতায় পুষ্প প্রদর্শনী, ছবি - আইএএনএস
শীতের কনকনে ভাবটা একেবারেই উধাও হয়েছে। রাত গভীর হলে বা ভোরের দিকে কিছুটা ঠান্ডা থাকলেও বাকি দিনে ঠান্ডার অনুভূতি কমেছে। বেলা বাড়লে গরম পোশাক একেবারেই গায়ে রাখা যাচ্ছেনা।
পারদ যে চড়ছে তা আবহাওয়া দফতরের দেওয়া সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার সংখ্যায় নজর রাখলেই দেখতে পাওয়া হচ্ছে। সকলের প্রশ্ন গরম কি আরও বাড়বে?
২৬ জানুয়ারি অনেকে পিকনিক থেকে নানা পরিকল্পনা আগে থেকে করে রেখেছেন। তাঁরাও জানতে চান ওইদিন কি ঠান্ডার পরশ একটু হলেও পাওয়া যাবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ দিনে পারদ আরও চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে ৩ দিনে।
মানে শনিবার পর্যন্ত গরম বাড়ছে। তবে ২৬ জানুয়ারি থেকে ফের কমতে শুরু করবে পারদ। কমবে মানে কিন্তু এমন নয় যে কনকনে ঠান্ডা পড়বে। বরং যে ২ থেকে ৩ ডিগ্রি বেড়েছিল, সেটাই ফের কমবে।
ফলে এখন যে তাপমাত্রার মধ্যে মানুষ রয়েছেন তার মধ্যেই মোটামুটি থাকতে হচ্ছে। এটা দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস হলেও উত্তরবঙ্গের ২ জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও দক্ষিণের মতই আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে। তারপর ফের ২ থেকে ৩ ডিগ্রি নামবে। আগামী সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই ২ দিনে সেখানে কিছুটা তুষারপাতও হতে পারে।