শীতের পাটনায় উষ্ণতার পরশ, ছবি - আইএএনএস
বছরের শেষ দিনের রাত থেকে বছর শুরুটা দারুণ একটা শীতের অনুভূতির মধ্যেই কাটাচ্ছেন রাজ্যবাসী। শীতের দিনে ঠান্ডার পরশ বঙ্গবাসীর মনে যে আনন্দের জোয়ার এনেছিল তার তাল কিন্তু কাটতে চলেছে।
এই যে কদিনের ঠান্ডার স্পেল তা কিন্তু বদলাতে চলেছে সপ্তাহান্তেই। ফের গরম হতে চলেছে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্তই এই উপভোগ্য শীত বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
শনিবার থেকে তা বদলাতে চলেছে। শনিবার থেকে ক্রমে ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ। ফলে এই শীতের পরশ আর থাকবেনা।
১৩ ডিগ্রিতে কলকাতা, ১২ ডিগ্রিতে থাকা দমদম বা দারুণ ঠান্ডায় ১ অঙ্কের ঘরে নেমে যাওয়া শ্রীনিকেতন, সর্বত্রই পারদ চড়তে চলেছে।
বাধাহীনভাবে উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা হিমেল হাওয়া ঢুকছিল এ রাজ্যে। ফলে ঠান্ডা হাওয়ার দাপট বাড়ে। যার হাত ধরে দারুণ ঠান্ডাও পড়েছে বছরের শুরুতে।
কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর ভারতে। তার জেরেই বাধা পাবে হিমেল হাওয়ার পশ্চিমবঙ্গের দিকে ছুটে আসা। তার জেরেই ফের গরম বাড়তে শুরু করবে।
উপভোগ্য শীত এ রাজ্যে মকরসংক্রান্তির পর থেকেই বিদায় নিতে থাকে। তারপর কোনও দিন ঠান্ডা কোনও দিন গরম এমনভাবেই মাঘের মধ্য ভাগে পৌঁছনোর পর ফেব্রুয়ারিতে পা রেখে বিদায় নেয় শীত। ফের আগামী শীতের অপেক্ষা। তার আগে এই কটাদিনের শীতেও গরম ভাগ বসাবে এটা রাজ্যবাসীর একেবারেই নাপসন্দ।