State

২ জেলায় বৃষ্টি, বর্ষবরণে রাতে ঠান্ডা কেমন থাকবে, মিলল পূর্বাভাস

শীত যে কিছুটা উধাও হয়েছে তা তো সকলের কাছে পরিস্কার। এরমধ্যেই ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বর্ষবরণের রাতে কেমন ঠান্ডা থাকবে তারও পূর্বাভাস মিলল।

Published by
News Desk

ডিসেম্বরের শেষ মানে তো ভরা শীত। কিন্তু কোথায় শীত! শীত উধাও হয়েছে। তবে আবহবিদেরা জানাচ্ছেন এ সাময়িক ছন্দপতন মাত্র। শীত ফের ফিরে আসবে। তাও বেশ জাঁকিয়ে। তবে তার আগে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

দক্ষিণবঙ্গের ২টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করবে।

কোথাও কোথাও মেঘের আনাগোনা দেখা যেতে পারে। যার মধ্যে কলকাতাও পড়ছে। শনি ও রবিবার কিন্তু ঠান্ডা বাড়ছে না। যে আবহাওয়া রয়েছে সেখানেই বিরাজ করবে পরিস্থিতি। ফলে এই ২ দিনে ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।

সোমবার থেকে কিন্তু ফের শুরু হবে ঠান্ডার স্পেল। সোমবার থেকে ধীরে ধীরে পারদ পতন শুরু হবে। তারপর ৩ দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে।

মঙ্গলবার বর্ষবরণের রাত। ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানানোর রাত। বর্ষবরণের রাত মানেই তো বিকেল থেকে অনুষ্ঠানের ঘনঘটা। যা কোথাও চলবে সারারাত তো কোথাও মধ্যরাত পর্যন্ত।

হৈ হুল্লোড়, খাওয়াদাওয়া, নাচ গান, আনন্দে কাটবে রাতটা। আর বর্ষবরণের রাতে সকলেই চান ঠান্ডা থাকুক আবহাওয়া। শীতের পরশ যেন বেশ দাপুটে হয়।

তাতে গরম পোশাকে শরীর মুড়ে আনন্দটা চেটেপুটে নিতে বড়ই ভাল লাগে। মানুষের সেই ইচ্ছা পূরণ হওয়ার পূর্বাভাসই মিলেছে। সোমবার থেকে পারদ পতন শুরু হওয়া মানে বর্ষবরণের রাতে ঠান্ডা থাকবে। তা কতটা নামবে তা অবশ্য সময়ই বলে দেবে।

Share
Published by
News Desk