State

ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য, দার্জিলিংয়ে বরফের হাতছানি

শীতের স্পর্শ ক্রমশ টের পাচ্ছেন মানুষজন। নামছে পারদ। এর মধ্যেই আবার বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের ১৩টি জেলা। কবে থেকে সঙ্গে রাখতে হবে ছাতা।

Published by
News Desk

অগ্রহায়ণ তার মধ্যভাগ পার করে এগিয়ে চলেছে। অবশ্য মাস শুরুর সময় থেকেই ক্রমশ নামতে থাকা পারদ দেখে শীতের ইনিংস চালু হবে বলে মনে যখন হচ্ছিল তখনই তাল কাটে ঘূর্ণিঝড় ফেনজল। তার জের কাটিয়ে ফের এখন আকাশ ঝলমলে।

বাতাসে শীতের পরশ। এরমধ্যেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৮ জেলা এবং উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষেই ভিজতে চলেছে উত্তরের ৫ জেলা।

শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে অবশ্য বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে। রবিবারও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষটা বৃষ্টিতে মাটি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। ফলে শনিবার বা রবিবার কোনও ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে নিশ্চিন্তে তা করা যেতেই পারে।

তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের ৮ জেলায়। তবে সেই তালিকায় কলকাতা নেই। প্রধানত তালিকায় রয়েছে পশ্চিমের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে সোমবার।

তবে তা একদিনই হবে। মঙ্গলবার থেকে আবার শুকনো আবহাওয়াই বিরাজ করবে রাজ্য জুড়ে। ফলে শীতও জাঁকিয়ে পড়ার পথে কোনও বাধা থাকবেনা।

Share
Published by
News Desk