State

নবমীতে ৭ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে নতুন করে নিম্নচাপ

নবমীতে ৭ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। এদিকে সমুদ্রে নতুন এক নিম্নচাপ তৈরি হয়েছে।

Published by
News Desk

পঞ্চমীর পর সেভাবে ঝেঁপে বৃষ্টি কিন্তু রাজ্যে হয়নি। তবে মেঘের সঞ্চার কোথাও কোথাও হয়েছে। টিপটিপ করে বৃষ্টিও হয়েছে। যা পুজোর আনন্দ মাটি করার জন্য যথেষ্ট নয়। ফলে মানুষের পুজোর আনন্দে ভাটা পড়েনি।

শুক্রবার মহাষ্টমীর ভোরে পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোর মধ্যে দিয়ে শেষ হয়ে নবমী পড়ে গেছে। এদিন সকালে হালকা মেঘের আনাগোনা নজরে পড়েছে অনেক জায়গায়। তবে তা থেকে বৃষ্টি নামেনি।

যদিও পশ্চিমবঙ্গের ৭ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। যার মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলা রয়েছে। কলকাতায় এদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হলেও হতে পারে। মেঘের আনাগোনা নজর কাড়তে পারে।

তবে হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিজয়াদশমীর দিনও হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

তবে তারপর থেকে কার্যত বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শুকনো আবহাওয়াই বিরাজ করবে। অক্টোবরের মাঝামাঝি সময়েই বর্ষা এ রাজ্য থেকে এ বছরের মত বিদায় নেবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিজয়াদশমীর দিন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বঙ্গোপসাগরে এখনই কোনও নিম্নচাপের পরিস্থিতি না থাকলেও অন্য প্রান্তে আরবসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার হাত ধরে কর্ণাটক ও কেরালায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোঙ্কণ উপকূল জুড়েই বৃষ্টির সম্ভাবনা প্রবল।

Share
Published by
News Desk