কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি
পুজোর আগে সকলের একটাই জিজ্ঞাসা পুজোয় বৃষ্টি হবেনা তো? এই সময়টায় বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে প্রতিবছরই একটা আশঙ্কার মেঘ সৃষ্টি হয়। এবারও মহালয়ার পর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল। যা পরে নিম্নচাপের রূপ নেয়।
এর জেরে শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।
শনিবারের পর অবশ্য বৃষ্টির দাপট কমার কথা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে পুজোয় বৃষ্টি একদম হবেনা এমন কোনও নিশ্চয়তা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ৮ জেলায় রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গেও পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে দুর্গা পুজোয় রাজ্য জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া খুব বিরূপ হওয়ার সম্ভাবনা এখনই নেই। ফলে পুজো মোটের ওপর ভাল আবহাওয়াতেই কাটাতে পারবেন বঙ্গবাসী।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…