বৃষ্টি, প্রতীকী ছবি
মঙ্গলবার সন্ধের পর থেকে নামা ঘ্যানঘ্যানে বৃষ্টির প্রভাবে ২ দিন আগেও থাকা অসহ্য গরম উধাও হয়েছে। এখন বরং রাস্তাঘাট জলে ভেজা, কাদা মাখা। এই পরিস্থিতির কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। যা মধ্য ও পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ। ফলে সেখানে বৃষ্টির দাপট অনেক বেশি হতে চলেছে। তবে সেই নিম্নচাপের প্রভাব থেকে মুক্ত নয় পশ্চিমবঙ্গও। এ রাজ্যেও নিম্নচাপের প্রভাব পড়েছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নেয় মঙ্গলবারই। তারপর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়। বুধবার সকাল থেকেও বৃষ্টির দাপট অব্যাহত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েই চলেছে।
দুই ২৪ পরগনা, ২ বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে কমলা সতর্কতাও জারি হয়েছে। এই বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও বজায় থাকবে।
তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় এমন বৃষ্টি হওয়ার কথা নয়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, এই ৪ জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের চেয়েও অনেক বেশি বৃষ্টি হতে চলেছে। বৃহস্পতিবার সেখানকার ৪ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সেখানে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা। শুক্রবারও কালিম্পং ও আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। ফলে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি পিছু ছাড়ছে না।
শুক্রবারের পর থেকে রাজ্য জুড়েই আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করছেন আবহবিদেরা। ফলে পুজোর আগে সপ্তাহান্তে ভাল আবহাওয়া পাওয়ার আশায় রয়েছেন আপামর বাঙালি।